২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে পুরুলিয়ায় মিছিল ও পথসভা বামফ্রন্টের

সাথী দাস, পুরুলিয়া, ২৩ নভেম্বর: ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে পুরুলিয়ায় মিছিল ও পথসভা করল  বামফ্রন্ট। ভোটের আগে এই যৌথ কর্মসূচিতে সামিল হয় সিপিএম ছাড়াও ফরওয়ার্ড ব্লক ও সহযোগী দলগুলোর বিভিন্ন শাখা সংগঠনও।

জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জাতীয় ইস্যু ও স্থানীয় সমস্যার সমাধান সম্বলিত ৩০ দফা দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এছাড়া ২৬ তারিখ ধর্মঘটের সমর্থনে মিছিল করে তারা। মিছিলে সামনের সারিতে বিভিন্ন বাম দলের জেলা নেতৃত্ব ছাড়াও ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ও সিপিএম এর রাজ্য নেতা অমিয় পাত্র।

পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন রাস্তা ঘুরে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে সমবেত হন। সেখানে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে একটি সভা হয়।  উপস্থিত বাম নেতারা কেন্দ্রের বিভিন্ন নীতির পাশাপাশি কৃষি বিলের বিরোধিতা করা হয়। এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে কঠোরভাবে সমালোচনা করেন তাঁরা।

প্রসঙ্গত, আগামী ২৬ নভেম্বর ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। রেল, কোল, বিদ্যুত, বিমা, ব্যাংক সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ, শ্রম আইন, নারী নির্যাতন, কৃষি বিল এর প্রতিবাদ জানিয়ে এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল সহ নানান দাবির ভিত্তিতে এই ধর্মঘটের ডাক দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *