মৃত্যুদণ্ড চালু রাখার স্বপক্ষে মন্তব্য তথাগতর

আমাদের ভারত, কলকাতা, ২ সেপ্টেম্বর: বিতর্কিত মৃত্যুদণ্ডের স্বপক্ষে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাজস্থানের আলোড়ন—এক নারীকে উলঙ্গ করে হাঁটানো হয়েছে; তাঁর স্বামী গ্রেফতার। ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন অশোক গেহলট। পুলিশ জানিয়েছে, প্রতাপগড় জেলার একটি গ্রামে ২১ বছর বয়সী আদিবাসী মহিলাকে তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা নগ্ন করে প্যারেড করিয়েছে বলে অভিযোগ।

সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে ‘বিরলতম বিরল’ মামলার জন্য মৃত্যুদণ্ড সংরক্ষণ করা উচিত। আমি মনে করি যে মৃত্যুদণ্ড একটি সত্যিকারের প্রতিবন্ধক এবং বিশেষ করে জঘন্য ঘটনাগুলির জন্য নির্ধারিত হওয়া উচিত, যেমন মহিলাদের উপর অ্যাসিড হামলা যা আততায়ীর আজীবন মৃত্যুদণ্ডের মত নিন্দনীয়।

পশ্চিমবঙ্গে মেয়েটি তার প্রেমিককে ফিরিয়ে দেওয়ায় যুবকটি ৪২ বার ছুরিকাঘাত করে। ধর্ম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে বাঙালি হিন্দুদের মূল্যবোধ বা নৈতিক ব্যবস্থার সম্পূর্ণ পতন। বামপন্থা (ওরফে মার্কসবাদ, কমিউনিজম ইত্যাদি) যে অপূরণীয় ক্ষতি করেছে তার একটি অংশ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *