আমাদের ভারত, ১১ নভেম্বর: “পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাত্র সতেরো মাস বাকি। এর মধ্যে যদি বিজেপি ঘর গুছিয়ে লড়াই আরম্ভ করতে না পারে তাহলে এখনই ময়দান থেকে সরে যাওয়া ভাল। তাহলে অন্তত নির্বাচনের পরে খুন হওয়া থেকে কিছু বিজেপি কার্যকর্তা বাঁচতে পারে।”
সোমবার এক্স হ্যান্ডলে এই সতর্কতা-বার্তা দিয়ে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় লিখেছেন, “কি করতে হবে ?
১। অবিলম্বে একজন পূর্ণ সময়ের রাজ্য সভাপতি নিযুক্ত করতে হবে। বর্তমানে আমার চোখে শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, ইনি স্বয়ং মমতাকে হারিয়েছেন।
২। রাজ্য সভাপতির প্রতি কেন্দ্রীয় পার্টিকে পূর্ণ সমর্থন দিতে হবে। সবরকম উপদলবাজি বন্ধ করতে হবে।
৩। কেন্দ্রীয় বিজেপিকে কথায় এবং কাজে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যাতে মানুষ আশ্বস্ত হন যে কেন্দ্রীয় স্তরে বিজেপির সঙ্গে মমতার কোনো ‘সেটিং’ নেই।এটি অত্যন্ত, অত্যন্ত প্রয়োজন।
৪। রাজ্য বিজেপিকে একটি রাজনৈতিক বিশ্লেষণ ও কার্যসূচি প্রণয়নের সংস্থা বানাতে হবে। এর সদস্যরা সাংগঠনিক ব্যাপার থেকে একেবারে বিচ্ছিন্ন থাকবে। এদের যা সুপারিশ তা বিবেচনা করে দলের চূড়ান্ত স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে।”