অধিকার বুঝে নিতে ফের হিন্দুদের সতর্কতা তথাগতর

আমাদের ভারত, কলকাতা, ২৬ অক্টোবর: নিজ রাজ্যে নিজ অধিকার বুঝে নিতে ফের হিন্দুদের সতর্ক করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হল। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পাকিস্তানের বুক চিরে এই পশ্চিমবঙ্গের মাটি ছিনিয়ে নেওয়া হয়েছিল বাঙ্গালী হিন্দুদের হোমল্যান্ড হিসাবে, যাতে বাঙ্গালী হিন্দুরা স্বাধীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পরে, মাথা তুলে বাঁচতে পারে। কিন্তু আজ এই পশ্চিমবঙ্গের বহু গ্রাম হিন্দু শূন্য, বহু বিধানসভা এলাকায় হিন্দুরা সংখ্যালঘু। বহু জায়গাতে ধর্মীয় সংঘর্ষের অজুহাতে বাঙ্গালীদের প্রধান উৎসব দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। আক্রমন হচ্ছে হিন্দুদের ধর্মীয় উৎসব এবং শোভাযাত্রার উপর। ছোট্ট উদাহরণ, বীরভূম জেলার মুরারই এর আমডোল গ্রাম।

এই অবস্থায় নির্যাতিত হিন্দুরা তাকিয়ে আছে বিজেপির দিকে। কারণ আর সব রাজনৈতিক দল মুসলিম ভোটব্যাংকের লোভে ল্যা ল্যা করছে। কিন্তু বিজেপিও যদি এই ল্যা ল্যা পার্টিতে নাম লেখায়, তাহলে?

এখনো সময় আছে। হিন্দুস্বার্থে কাজ করুন। নচেৎ বিজেপি শ্যামাপ্রসাদের রাজ্য থেকে আবার মুছে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *