আমাদের ভারত, ২১ মার্চ: মমতাবালা ঠাকুরকে বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে ফের সতর্ক করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লিখেছেন, “শ্রীমতী মমতাবালা ঠাকুর আমার নামে গাইঘাটা থানায় একটা নালিশ করেছেন, যার মাথামুন্ডু আমি কিছুই বুঝিনি। সে যাই হোক, আমি ওঁকে বিনীত অনুরোধ করেছিলাম, আমার প্রস্তাবে মতুয়া সমাজের কি ক্ষতি হচ্ছে আমাকে জানান। চব্বিশ ঘন্টা কেটে গেছে কিন্তু উনি কিছু জানাননি। অতএব আমিই জানাচ্ছি, আমার প্রস্তাবে মতুয়াদের লাভ বই ক্ষতি নেই।
আপনি বয়স্কা মহিলা, মতুয়া সমাজের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের পরিবারের বধূ। আপনাকে বিনীত অনুরোধ, আপনারা আশপাশের তৃণমূলের ক্যাওড়াদের কথায় নাচবেন না। যেখানে সেখানে সই করবেন না। করলে বিপদে পড়বেন।”
এর আগে তথাগতবাবু তাঁর বিরুদ্ধে থানায় নালিশের লিখিত চিঠি যুক্ত করে এক্স হ্যান্ডলে লিখেছিলেন, “সাধারণের জ্ঞাতার্থে জানাই, শ্রীমতী মমতাবালা ঠাকুর আমার নামে গাইঘাটা থানায় একটা নালিশ করেছেন। ইংরেজি ভাষায়। সেটার মানে বুঝবার বা বোঝাবার চেষ্টা না করে এখানে পোস্ট করে দিচ্ছি।
আমি ওঁকে প্রশ্ন করেছি, আমার প্রস্তাবে মতুয়াদের স্বার্থ কিভাবে বিঘ্নিত হচ্ছে একটু দয়া করে জানান।
চব্বিশ ঘন্টা অপেক্ষা করব। এর মধ্যে না জানালে যা কর্তব্য তাই করব।”