Tathagata, Abhishek, অভিষেককে নিয়ে মিডিয়ার মাত্রাতিরিক্ত উচ্ছ্বাসকে কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ২৪ মে: ভারতের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে যাওয়া তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলকাতার মিডিয়ার মাত্রাতিরিক্ত উচ্ছ্বাসকে কটাক্ষ করলেন তথাগত রায়।

শনিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “কলকাতার মিডিয়া মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস, পাকিস্তানী আগ্রাসন ও আতঙ্কবাদের বিরুদ্ধে ভারতের বক্তব্য পৃথিবীকে বোঝাবার জন্য মোদীজি বেশ কয়েকটি টিম তৈরী করে বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছেন। তার মধ্যে আমাদের মাননীয়া কেঁদে ককিয়ে নিজের ভাইপোর জন্য একটা জায়গা জোগাড় করেছেন। তা নিয়ে কলকাতার মিডিয়া মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস করছে কেন?”

অপর একটি পোস্টে তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “শমীক ভট্টাচার্য আমার আগে বিজেপিতে এসেছে। অসাধারণ বক্তা এবং মুখপাত্র। প্রায় চল্লিশ বছর দলের জন্য নিরলস প্রচেষ্টার প্রতিদান রাজ্যসভার সদস্যপদ ও মোদীজির মনোনীত ভ্রমণরত সাংসদ গোষ্ঠীর সদস্যপদের জন্য। অভিনন্দন জানাই। সেই সঙ্গে কলকাতার মিডিয়াকে বলি, অভিষেকই সাংসদ দলগুলিতে একমাত্র বাঙালি প্রতিনিধি নয়। শমীকও আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *