আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: “ফিরে যখন যাবেন হেফাজতি-টাইপদের সঙ্গ এড়িয়ে চলবেন।” শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার এক্স হ্যান্ডলে তথাগতবাবু লিখেছেন, “আপনি আজ নির্বাসনে আছেন, কাল সগৌরবে দেশে ফিরে যাবেন। আপনাকে ভারতের বন্ধু হিসাবে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানদের রক্ষাকর্ত্রী (সীমিতভাবে হলেও) হিসাবে সম্মান করি। একটা বিনীত পরামর্শ— ফিরে যখন যাবেন হেফাজতি-টাইপদের সঙ্গ এড়িয়ে চলবেন। শুভ জন্মদিন।”