অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৯ মার্চ: সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে লাভ জিহাদের ব্যাপারে সতর্ক করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শেখ জাহাঙ্গীর আলী (একজন শ্রমিক) ফেসবুকে সাগর সেন (একজন ম্যাজিস্ট্রেটের ছেলে) বলে তাঁর মিথ্যে পরিচয় দিয়ে অষ্টম শ্রেণির এক কিশোরী হিন্দু মেয়েকে ফাঁসায়। অভিযুক্ত জাহাঙ্গীর মেয়েটিকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত। কিন্তু স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
অতি সম্প্রতি একটি জনপ্রিয় বাংলা সংবাদচ্যানেলে এটি দেখানো হয়েছে। সেই ভিডিও যুক্ত করে মঙ্গলবার তথাগতবাবু টুইটারে বাংলা ও ইংরেজিতে লিখেছেন, নীচের ভিডিওটি মন দিয়ে দেখুন। ছোট্ট মেয়েদের মা-বাবারা সাবধান হন এবং তিন বছর বয়স থেকে মেয়েদের লাভ জিহাদ ও ‘আল-তাকিয়া’-র (ধোঁকা দিয়ে বশ করা) বিপদ সম্বন্ধে শেখান। অন্যথায় মেয়ে বড় হলে বিপদে পড়তে পারে।“