আমাদের ভারত, ৪ অক্টোবর: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে শিয়ালদা স্টেশনের নামের প্রস্তাব নিয়ে সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে এ ব্যাপারে মন্তব্য করেছেন।
তথাগতবাবু লিখেছেন, “শমীক ভট্টাচার্য প্রস্তাব করেছেন শিয়ালদহ স্টেশনের নাম ডঃ শ্যামাপ্রসাদের নামে হোক। নিঃসন্দেহে সাধু ও সঙ্গত প্রস্তাব। কিন্তু মজা লাগছে এই দেখে, যে কমরেড সুজন নেতাজি সুভাষচন্দ্রের নাম করে এতে আপত্তি করেছেন। কমরেডকে তাঁদের দলের কিছু কীর্তি এই অবসরে দেখিয়ে দিই।” এই সঙ্গে ব্রিটিশ আমলে কমিউনিস্টদের চোখে নেতাজি সুভাষচন্দ্রের মহিমার একটি ব্যঙ্গচিত্র পেশ করেছেন তথাগতবাবু।
শমীকবাবুর এই প্রস্তাবের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য, “নাম বদল করায় মন না দিয়ে যাত্রী সুরক্ষা আর পরিষেবা নিয়ে প্রস্তাব দেওয়া হোক। স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদহ স্টেশনের নাম রাখা উচিত। কারণ, শিকাগো ধর্ম মহাসভা থেকে শহরে ফেরার সময় এখানেই নেমেছিলেন তিনি।”
শমীকবাবুর প্রস্তাবের সরাসরি তীব্র বিরোধিতা করেছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, “শ্যামাপ্রসাদকে নিয়ে সুভাষচন্দ্র বসুর কথাটা মনে আছে তো? কলকাতা বন্দরে ‘নেতাজি সুভাষে’র মাথার উপরে শ্যামাপ্রসাদকে বসানো হয়েছে। বাড়াবাড়ি হলে বাংলার মানুষ বরদাস্ত করবেন না। শিয়ালদহে শ্যামাপ্রসাদের নামে ফলক বসলে, দরকারে আমরা তা ভেঙ্গে দিয়ে আসব!”