Tathagata Roy, Hindu, পূর্ববঙ্গে বাঙালি হিন্দুর একতরফা হত্যা নিয়ে ফের সরব তথাগত রায়

আমাদের ভারত, ৩১ আগস্ট: “পূর্ববাংলার ঘটনা ৭৬ বছর ধরে বাঙালি মুসলমানের হাতে বাঙালি হিন্দুর একতরফা হত্যা।” এই মন্তব্য করে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এক্স হ্যান্ডলে শনিবার লিখেছেন, “যদি সাম্প্রদায়িক সম্প্রীতি অভিপ্রেত হয় তবে এটা স্বীকার করেই সম্প্রীতির কথা বলতে হবে। না হলে সম্প্রীতি-ফম্প্রীতি হবে না। সাফাই দেবার চেষ্টা করে লাভ নেই।”

তিনি লিখেছেন, “গুজরাটের মুসলিম নিধন গোধরার নিরপরাধ হিন্দু তীর্থযাত্রীদের পুড়িয়ে মারার প্রতিশোধ। দুঃখজনক, কিন্তু অনিবার্য। গোধরার খুনিরা ভেবেছিল হিন্দুরা নিরামিষাশী, গান্ধীর চ্যালা, এরা একটু চ্যাঁচামেচি করেই চুপ করে যাবে।”

অপর একটি এক্স-বার্তায় তথাগতবাবু লিখেছেন, “ছোট্ট ব্যাপার, বিচ্ছিন্ন ঘটনা, তবু সহানুভূতি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে বিহারীদের থাকা বাঙালি হিন্দুর স্বার্থেই অত্যাবশ্যক। ১৯৪৬-এর সোহরাওয়ার্দির করা দাঙ্গায় গোপালবাবুর হিন্দু বাহিনীকে সাথ দিয়েছিলেন বিহারী কালোয়াররা। সেই বছরই নোয়াখালির হিন্দু-গণহত্যা থেমেছিল যখন বিহারে হিন্দুরা প্রতিশোধ নিতে শুরু করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *