আমাদের ভারত, ২৫ মার্চ: গার্ডেনরিচ নিয়ে ফের তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “মুলো পার্টি পরিচালিত কলকাতা পুরসভার ন্যাকামি আর ভণ্ডামি সীমা ছাড়িয়ে যাচ্ছে। গার্ডেনরিচের বাড়ি ধ্বসে পড়ার ব্যাপারে নিজের সমস্ত কু-কর্মের সাক্ষী, ‘মিনি-পাকিস্তানের দুধেল’ কাউন্সিলরকে বাঁচাবার জন্য নীচুতলার ইঞ্জিনিয়ারদের বলির পাঁঠা করছে গয়া জেলার মুসলমান কলকাতার মেয়র!”