আমাদের ভারত, ১৭ মে: পোর্টাল ‘নিউজ়ক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতারি নিয়ে সমালোচনাকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু শুক্রবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমি একটা জিনিস বুঝি না। নিউজক্লিক, জেএনইউ, এলগার পরিষদ ইত্যাদি বিভিন্ন বর্ণের মাওবাদী ও আরবান নকশালরা তো চীনের মতোই শাসন ব্যবস্থা চায়। তাহলে চীন বিভিন্ন ধরণের বিরুদ্ধবাদীদের যেভাবে রেখেছে (যেমন ফালুন গং, শিনজিয়াংয়ের উইঘুর মুসলমান) বা যেভাবে তিয়েনআনমেনে ছাত্রদের বুকের উপর দিয়ে ট্যাংক চালিয়েছিল সেরকম আচরণ ভারতে করলে এদের আপত্তি কেন?”
প্রসঙ্গত, নিউজ় পোর্টাল ‘নিউজ়ক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতারি বেআইনি। বুধবার দিল্লি পুলিশকে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, দিল্লি পুলিশ যে ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ় প্রিভেনশন অ্যাক্ট) আইনের আওতায় সম্পাদক প্রবীরকে গ্রেফতার করেছিল, তা-ও ছিল ভুল।