আমাদের ভারত, ২৬ ডিসেম্বর: পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আর্জি জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
অমিত শাহ এবং তাঁর অফিসকে শুভেন্দুবাবুর ওপর আক্রমণের আশঙ্কার রিপোর্টের প্রতিলিপি যুক্ত করে তথাগতবাবু লিখেছেন, “হরকাত-উল-জিহাদ-উল-ইসলাম এবং হিজবুত তাহরীর পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বিজেপি-র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা করতে পারে। দয়া করে তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। এতে এটিও প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী সঠিক পথে রয়েছেন।”
প্রসঙ্গত, বাংলাদেশের দু’টি জঙ্গি সংগঠনের লক্ষ্য রয়েছে শুভেন্দুবাবুর উপর। রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এ নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিংও। তিনি আবার সুর চড়িয়ে বললেন, রাজ্যের গোয়েন্দা সংস্থার মদতে শুভেন্দুবাবুকে খুনের ছক কষা হচ্ছে। আইইডি বিস্ফোরণে তাঁকে খুনের ছক করা হচ্ছে বলে দাবি করেছেন অর্জুনবাবু।