আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: মনমোহন সিংয়ের প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তথাগতবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। অসাধারণ একজন অর্থমন্ত্রী। নেহেরুর মতাদর্শের অর্থনীতি দেশকে আটকে রেখেছিল। মনমোহন সিং তা থেকে ভারতকে
থেকে বের করে আনতে সাহায্য করেছিলেন। এর জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এক সজ্জন মানুষ, শান্ত কর্মী, অসামান্য পণ্ডিত ছিলেন। ওম শান্তিঃ।”
অন্যদিকে ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং ৯১ বছর বয়সে মারা গেছেন। একজন দক্ষ অর্থনীতিবিদ এবং বিশ্বব্যাঙ্কে কাজ করার ব্যাপক অভিজ্ঞতার সাথে তিনি ছিলেন একজন পেশাদার। তিনি তাঁর অবদানে সত্যিই অনন্য ছিলেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।”