Tathagata, Bangladesh, বাংলাদেশের আর্থিক দুর্দশা নিয়ে কটাক্ষ তথাগত রায়ের

আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: “ভারতকে গালগালি ও শাসানি দিয়ে এমন সু-সম্পর্ক গড়ে তুলেছে যে তার কাছে টাকা চাওয়ার মুখ নেই।” বাংলাদেশের আর্থিক দুর্দশা নিয়ে এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “ঝাড়খণ্ডের কয়লা চালিত প্ল্যান্ট থেকে বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছে আদানি পাওয়ার লিমিটেডের $৮০০ মিলিয়ন পাওনা রয়েছে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এখন এই সমস্যাটি সমাধানের জন্য ভারতের সাথে আলোচনার চেষ্টা করছে। কারণ বকেয়া টাকা সরবরাহ হ্রাসের কারণ হতে পারে। তাই কথার মালা গেঁথে যতটা দেরি করানো যায়।

বাংলাদেশের কাছে ত্রিপুরারও বিদ্যুতের জন্য প্রায় ১০০ কোটি টাকা পাওনা। তাতেও ভাঁড়ে মা ভবানী। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির দেনায় মাথা বিকিয়ে গেছে। আইএমএফ-এর বেল আউটের ঋণই এখনও শোধ হয়নি, আবার $ ৩ বিলিয়ন চেয়েছে৷ জুলাইতে দেশটির credit rating এখন BB- থেকে B+ এ নামিয়েছে S&P৷

এরকম দেউলিয়া অবস্থায় হয়ত আরও কমে যাবে। বিদেশী মুদ্রা রিজার্ভ মাত্র $ ১৬ বিলিয়ন৷ এতে কয়েক মাসের কাঁচামাল ও পরিষেবা আমদানী করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *