আমাদের ভারত, কলকাতা, ১৫ জুলাই: হিন্দু সাধুরা কেন রাজনীতির ধারেকাছে যেতে পারবেন না? এই প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁর বক্তব্য, “এই হতভাগ্য রাজ্যে রাজনীতির বাইরে কিছু হয় না। সেখানে সাধুদের অবশ্যই রাজনীতিচর্চা করতে হবে।”
তাঁর বক্তব্য, মুসলিম ধর্মাচার্যরা যদি রাজনীতি করতে পারেন, তা হলে হিন্দু সাধুরা কেন পারবে না? পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত। এই অবস্থায় তিনি সাধুসন্তদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সোমবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “এঁরা হিন্দু সন্ন্যাসী। পশ্চিমবঙ্গে হিন্দুরা আক্রান্ত। বাংলাদেশে, যেখানে ভারত সেবাশ্রমের জন্ম, সেখানে হিন্দুরা আক্রান্ত ও পরাভূত। এই অবস্থায় এঁরা হিন্দুধর্ম রক্ষার কাজে নামবেন না?
কোনও হিন্দু সাধু যদি রাজনীতির কথা বলেন বা হিন্দুদের পক্ষে বক্তব্য রাখেন হলে তাঁর সমালোচনা করা হয়। এই প্রসঙ্গে সমালোচনাকারীদের তীব্র আক্রমণ করে লিখেছেন, ‘আবার সেই দুরকম মাপকাঠি, সেই ভণ্ডামি। ভারতে শাহী ইমাম, বিদেশে আয়াতোল্লাহ খোমেইনী রাজনীতিতে ডুবে থাকতেন, কিন্তু হিন্দু সাধুরা রাজনীতির ধারেকাছে যেতে পারবেন না?”