আমাদের ভারত, ৩০ মে: বানতলার পৈশাচিকতার ৩৪তম বার্ষিকী স্মরণ করলেন তথাগত রায়। সেদিনের বানতলা ঘটনার প্রতিক্রিয়ায় জ্যোতি বসু বলেছিলেন এমন তো কতই হয়। সেই প্রসঙ্গ তুলে ধরে, ‘যারা মনে করে এর থেকে সিপিএম ভালো’ তাদের বার্তা দিয়েছেন তথগতবাবু। তিনি লিখেছেন, বিজেপিই একমাত্র বিকল্প। এক্স-বার্তায় এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বৃহস্পতিবার তিনি লিখেছেন, “যাঁরা মনে করেন ‘এর চাইতে সিপিএমও ভাল ছিল’ তাঁদের জন্য।
আজ ৩০শে মে, বানতলার পৈশাচিকতার ৩৪তম বার্ষিকী। ১৯৯০ সালে এই দিনটিতে কলকাতার কাছেই বানতলায় তিনজন মহিলা সরকারি অফিসার ও তাঁদের ড্রাইভারকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করেছিল সিপিএমের কিছু ক্যাওড়া। একজন মহিলা অফিসারের যোনিপথে একটি আস্ত টর্চ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। শব-ব্যবচ্ছেদ করতে গিয়ে এই দেখে এক মহিলা সার্জন অজ্ঞান হয়ে যান।
খবর পেয়ে জ্যোতি বোস তাচ্ছিল্যভরে বলেছিল, “এমন তো কতই হয়”! এর পর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বিজেপির কোনও বিকল্প নেই।
প্রসঙ্গত, ১৯৯০ সালের ৩০ মে গোসাবার রাঙাবেড়িয়া থেকে ফেরার পথে বানতলা রোডে একদল দুষ্কৃতির হাতে পশ্চিমবঙ্গ সরকারের দুই মহিলা স্বাস্থ্য আধিকারিক ও একজন ইউনিসেফের আধিকারিক ধর্ষিতা হন। দুষ্কৃতিদের বাধা দিতে গিয়ে একজন আধিকারিক ও তাদের গাড়ির চালক নিহত হন। বিষয়টিকে ঘিরে প্রবল আলোড়ন হয়।