আমাদের ভারত, ১৭ জুন: “অনুপ্রবেশকারীদের যে কোনো মূল্যে চিহ্নিত করতে হবে, ঠেলে বাংলাদেশে ঢুকিয়ে দিতে হবে। নচেৎ বাঙালি হিন্দুর সর্বনাশ আসন্ন।” মঙ্গলবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “মাত্র তিনটে ভারতীয় বাঙালি মুসলমানকে ভুল করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল, তাদের আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার সুযোগ নিয়ে মমতা হাউ হাউ আরম্ভ করেছেন, ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে যেন বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।
রাজনৈতিক ন্যাকামো আর কাকে বলে? যেন সিপিএম ও তৃণমূল সরকার ভোটব্যাঙ্ক তৈরির লোভে কয়েক কোটি বাংলাদেশি মুসলমানকে ভারতে ঢোকায়নি, যেন তিলজলায় গুলশন কলোনি বলে কিছু নেই!”