আমাদের ভারত, ২৫ জুন: কারাবন্দী সারদাকর্তা সুদীপ্ত সেনের মন্তব্য নিয়ে তৃণমূলের হইচই করার চেষ্টাতে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই ইস্যুতে শুভেন্দুর পাশেই দাঁড়ালেন তথাগত রায়। তিনি কুনাল ঘোষকে জেলখাটা ভাঁড় বলে তোপ দাগলেন।
শনিবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “সুদীপ্ত সেনের পেটে গুঁতো মেরে কি চিঠি লেখানো হচ্ছে? হতেই পারে, কারণ সুদীপ্তর এখন যা অবস্থা তাতে নিজের বাবার নামও অস্বীকার করতে পারে। এদিকে, মূলোদের বিরুদ্ধে যে সব দুর্নীতির অকাট্য অভিযোগ জমা হচ্ছে, আর শুভেন্দু যেরকম ব্যাথা দিচ্ছেন তাতে একটা প্রতি-আক্রমণ আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে।“
তথাগতবাবু অপর একটি টুইটারে লিখেছেন, “শুভেন্দু অধিকারী এইবার তিন-মূলো পার্টিকে ভালোরকম ব্যাথা দিতে শুরু করেছেন। অন্তত এই টুইটারে মূলো ট্রোলদের নাচনকোঁদন দেখে তাই মনে হচ্ছে। তার মধ্যে নেতৃত্ব দিচ্ছে সুদীপ্ত সেনের চুরিতে সাহায্য করে মমতার গ্রেপ্তার দাবি করা একটা জেলখাটা ভাঁড়।“
প্রসঙ্গত, সারদা চিটফান্ড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ করেছেন খোদ সারদাকর্তা সুদীপ্ত সেন। শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিতে এসে ফের বিতর্কিত মন্তব্য করেন ধৃত সারদাকর্তা। তিনি বলেন, ‘টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে। চিঠি দিয়ে আদালতকে বিস্তারিত জানিয়েছি। শুভেন্দু অধিকারীর ডাকে কাঁথিতে গিয়েছিলাম। জমি এবং প্ল্যান স্যাংশনের বিষয় নিয়ে গিয়েছিলাম।’