আমাদের ভারত, ২৪ আগস্ট: “বাংলাদেশে কিছু কাঠমোল্লা এই বন্যার সুযোগে ভারত বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, আর বাকি মোল্লারা তাই শুনে ধেই ধেই করে নাচছে। যেন এর আগে পূর্ববাংলায় বন্যা হয়নি।”
শনিবার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এক্স-বার্তায় এই মন্তব্য করলেন। তিনি লিখেছেন, “কিন্তু বুঝিয়ে লাভ নেই। আমার অন্যতম প্রিয় গদ্যলেখক সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন, “মুর্খদের বিদ্যাদানের প্রচেষ্টা বন্ধ্যাগমনের মতই নিষ্ফল”। প্রবাহ নিয়ন্ত্রণের জন্য বাঁধ এবং ব্যারেজ নির্মাণ করা হয়। যাইহোক, তাদের একটি নির্দিষ্ট ক্ষমতা আছে। প্রবাহ সেই ধারণক্ষমতা ছাড়িয়ে গেলে জল প্রবাহিত হওয়া ছাড়া উপায় থাকে না। এমন নয় যে ভারতে ব্যারেজ নির্মাণের আগে বাংলাদেশে বন্যা হয়নি।”
প্রসঙ্গত, বাংলাদেশের বন্যার আবহে তীব্র ভারত বিরোধিতার মনোভাব তৈরি হয়েছে পড়শি দেশে। এহেন পরিস্থিতিতে অনেক বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করছে, সেভেন সিস্টার নাকি বাংলাদেশেরই অংশ। আর এহেন পোস্ট দেখেই বেজায় চটেছেন তিপ্রা মোথা প্রধান প্রদ্যোৎ দেব বর্মণ মাণিক্য।