Tathagat, Chinmaykrishna, চিন্ময়কৃষ্ণকে নিয়ে সতর্কতা তথাগত রায়ের

আমাদের ভারত, ২৭ মার্চ: মহম্মদ কামারুদ্দিন হেলাল নামে এক ব্যক্তির এক্সবার্তাকে কটাক্ষ করে বাংলাদেশে ধৃত চিন্ময়কৃষ্ণের ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রককে সতর্ক করে দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “প্রবাসী বাংলাদেশি টয়লেট পরিচ্ছন্নতা কর্মীদের এই ধরনের মন্তব্য দেখায় যে এই সন্ন্যাসী (ধৃত ইসকন প্রচারক চিন্ময়কৃষ্ণ) অসুস্থ ইসলামপন্থীদের উপর কতটা আঘাত করেছেন। এখন ভারতের উচিত নিশ্চিত করা যে তাঁর যেন কোনও ক্ষতি না হয়। অন্যথায় তাঁর শেখ আবদুল্লাহ-নেহরু জুটির হাতে নিহত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মতো কপাল হতে পারে।”

এর আগে কামারুদ্দিন হেলাল এক্সবার্তায় লিখেছেন, “এই সরকার হচ্ছে বাংলাদেশের জনগণের সরকার। এই সরকারের সাথে তোমরা সম্পর্ক না রাখতে পারলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার নেই। তোমরা যেই পা চাটা সরকার চাচ্ছ তা শুধু মাত্র হাসিনার পক্ষেই সম্ভব। সেই স্বপ্ন ভুলে যাও।”

পররাষ্ট্র মন্ত্রক ছাড়াও তথাগতবাবু তাঁর বার্তা যুক্ত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডঃ এস জয়শঙ্করের এক্স হ্যান্ডেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *