আমাদের ভারত, ৭ এপ্রিল: বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ফের সামাজিক মাধ্যমে সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার এক্সবার্তায় তিনি লিখেছেন, “নিউ ইয়র্ক শহরের কিছু প্রবাসী বাংলাদেশি হিন্দু মধ্যাহ্নভোজে আমন্ত্রণ করেছিলেন। তাঁদের কাছ থেকে কিছু খবর জানলাম যা সাধারণের মধ্যে প্রচার পায়নি।
১। শেরপুর বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি ছোট শহর। এখনও বেশ কিছু অবস্থাপন্ন হিন্দুর বাস। তাদের কাছ থেকে প্রতি সপ্তাহে পঞ্চাশ-ষাট কোটি টাকার তোলা আদায় করা হচ্ছে।
২। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় (আমাদের বসিরহাট সংলগ্ন) শ’পাঁচেক হিন্দু মেয়েকে ধর্ষণ করা হয়েছে।
৩। বিচারালয়ের অবস্থা – ঢাকার সুপ্রিম কোর্টে মহিলা আইনজীবীদের শৌচালয়ে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখানে বে-নামাজী (অর্থাৎ অমুসল মান)দের প্রবেশ নিষেধ। এবার মহিলাদের অবস্থা বুঝুন।”