আমাদের ভারত, ২৯ মার্চ: সামাজিক মাধ্যমে এক মন্তব্যের প্রতিক্রিয়ায় মহাত্মা গান্ধীকে হত্যা করার নেপথ্যের কারণ ব্যখ্যা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “একজন নিরক্ষর মোল্লা ভাবছেন কেন মোহনদাস গান্ধীকে হত্যা করা হয়েছিল? তিনি ছিলেন একজন ভণ্ড যিনি বলেছিলেন, “আমাকে খণ্ডিত করো, কিন্তু ভারতকে নয়।” কিন্তু ব্রিটিশরা যখন ভারত ভাগ করার সিদ্ধান্ত নেয় তখন তিনি অনশন করেননি। তারপর, যখন ভারতের সম্পদ ভাগ হচ্ছিল, তখন পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে। সেই পর্যায়ে প্রায় ৫৫ কোটি টাকা ফেরত পাঠানো হয়নি। ভারত তা করতে অস্বীকার করে, কারণ সেই টাকা দিয়ে পাকিস্তান ভারতীয় সৈন্যদের গুলি করার জন্য গোলাবারুদ কিনত। তখনই তিনি উপবাসে গিয়েছিলেন। সেই কারণেই তাঁকে হত্যা করা হয়েছিল। কোনও হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়, তবে আশপাশের তথ্য জানা উচিত।”