আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি: ‘মুসলমান ভোটের জন্য ল্যা ল্যা’ এবং ‘তোলাবাজি’,— এই দুই শব্দবন্ধ দিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “তৃণমূলীরা বিচিত্র জীব। এদের বিলক্ষণ ভয় আছে, পূর্বদিক থেকে “হাম পাঁচ, হামারা পঁচিশ” বাহিনী লুঙ্গি তুলে এদের বাড়ির মেয়েদের আক্রমণ করবে। তখন তাদের আটকাবে কে? না, কেন্দ্রীয় সরকারের বি এস এফ। কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ মুসলমান ভোটের জন্য ল্যা ল্যা করতে থাকি। তা না হলে তোলাবাজি করব কী
করে?”
প্রতিক্রিয়ায় সন্দীপ মিত্র নামে এক নেটনাগরিক লিখেছেন, “সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত সেই একই বিষয়ে পোস্ট করেন। একঘেয়ে লাগেনা আপনার? লুঙ্গি বাহিনীর লুঙ্গি তোলা, ইত্যাদি নিয়ে আপনার এতো অভিজ্ঞতা!!
আপনারও সেই অভ্যাস ছিলো কিনা বলুন তো!”
জবাবে তথাগতবাবু লিখেছেন, “লাগে না। কারণ উনিশশো পঞ্চাশ-ষাটের দশকে দেখেছি, মুসলমান সংখ্যাধিক্যে হিন্দুদের কী অবস্থা হয়। এর মধ্যে লুঙ্গি তোলার একটা ভূমিকা আছে। আপনারা যারা এটা অস্বীকার করেন তারা হয় অজ্ঞতার, না হলে ন্যাকামির ফলে করেন। করে যান, সময়মত উত্থিত লুঙ্গির মজা টের পাবেন।”