আইআইটি খড়্গপুরের বোর্ড অফ গভর্নরসের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিচ্ছেন টাটা স্টিলের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর টি.ভি নরেন্দ্রন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: আইআইটি খড়্গপুরের বোর্ড অফ গভর্নরসের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিচ্ছেন টাটা স্টিলের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর টি.ভি নরেন্দ্রন। আইআইটি কর্তৃপক্ষ প্রেস রিলিজ প্রকাশ করে এই ঘোষণা করেছেন।

টাটা স্টিলের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর টি.ভি নরেন্দ্রন এনআইটি ত্রিচি ও আইআইএম কলকাতার প্রাক্তনী। বর্তমানে তিনি টাটা স্টিল ইউরোপেরও চেয়ারম্যান। মাইনিং ও মেটাল ইন্ডাস্ট্রিতে ৩৪ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ পদ ও সম্মানে সম্মানিত। তিনি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের বোর্ড ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মাইনিং ও মেটাল গভর্নর কাউন্সিলের যুগ্ম সভাপতিত্ব করেছেন। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি ও ইঞ্জিনিয়ারসের তিনি একজন ফেলো এবং  ২০২১-২২ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মেটালসের প্রেসিডেন্ট ছিলেন।

টি.ভি নরেন্দ্রনকে আইআইটি খড়্গপুরের বোর্ড অফ গভর্নরসের নতুন চেয়ারম্যান হিসাবে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের ডিরেক্টর ভি.কে তিওয়ারি জানিয়েছেন, “কারিগরি ও উৎপাদন জগতে আধিপত্যের পাশাপাশি তিনি একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সমাজ ও উৎপাদন জগতে বাস্তব কার্যকারিতা সম্পর্কে ওয়াকিবহাল।” তাঁর চিন্তাভাবনা, পথ প্রদর্শন আইআইটি খড়্গপুরকে আরও উৎকর্ষতার দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রফেসর তিওয়ারি।

One thought on “আইআইটি খড়্গপুরের বোর্ড অফ গভর্নরসের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিচ্ছেন টাটা স্টিলের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর টি.ভি নরেন্দ্রন

  1. Pingback: T. V. Narendran is the new Chairman of Board of Governors of IIT Kharagpur | The KGP Chronicle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *