আমাদের ভারত, ১৩ ডিসেম্বর: রাষ্ট্রপতি সম্মতিতে বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। আর ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বিলের পক্ষে বলতে গিয়ে তিনি বলেন, পাশ্চাত্যের অনেক দেশই মুসলিম শরণার্থীদের গ্রহণ করে না। একই সঙ্গে তিনি বলেন, তার থাকার কথা যদি ওঠে তাহলে ভারতবর্ষই বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত দেশ।
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে লেখিকা লিখেছেন, “চিন্তার কি আছে ভারত তার বিশাল মুসলিম জনগোষ্ঠীকে কোথাও পাঠিয়ে দিচ্ছে না। এটা শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। পাশ্চাত্যের বহু দেশ এখন মুসলিমদের গ্রহণ করতে চায় না। তার কারণ আমাদের সকলেরই জানা। যাইহোক আমি গতকাল একটি ফরাসি সিনেমা তাজমহল দেখলাম। যেখানে মুম্বাই সন্ত্রাস হামলার ওপর তৈরি।”
দ্বিতীয় টুইটটি করার কিছুক্ষণ পরে আরো একটি টুইট করে তিনি লিখেছেন, ” আমি বাংলাদেশ থেকে ভারতে যাইনি। আমি সুইডেন থেকে ভারতে গিয়েছিলাম। আমি মনে করি আমার জন্য ভারতে থাকার জন্য অনেক বেশি ভালো দেশ। আমি মনে করি অনেক হিন্দু যারা ইউরোপে থাকেন তারা আমার মতো করে ভাবেন না। দেশ তাদেরই হওয়া উচিত যারা দেশকে ভালবাসেন।”
এর আগে জাতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে এটা ভালো খবর যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রীষ্টান ও অন্যদের নাগরিকত্ব পাবেন। তবে যারা মুসলিম নয় যেমন আমি নাস্তিক, উদারনৈতিক মুসলিম ও ফ্রি থিঙ্কারদেরও যদি নাগরিকত্ব দেওয়া হতো তাহলে ভালো হতো।