লক্ষ্য ২০২১, রাজ্যে দফায় দফায় আসতে পারেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা

নীল বনিক, আমাদের ভারত, ৩ মার্চ: মমতাকে সরাতে এবার কোমর বেঁধে নামছেন মোদী এবং অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে জোরদার প্রচার করতে এবার রাজ্যে নিয়মিত সময় দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে তেমনই খবর পাওয়া গেছে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে তৃণমূলকে ক্ষমতা থেকে হঠাতে যে কতটা তৎপড় তা গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য নেতাদের জানিয়েছিলেন। ২০২১ ক্ষমতা দখলের লক্ষ্যে রাজ্যে সময় দেবার কথা দলের নেতাদের জানিয়েছেন।

ওই একই দিনে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একইভাবে সময় দেবেন। দলীয় সূত্রে এই খবর জানাগেছে। আগামী এপ্রিল মাস থেকে অমিত শাহ ও জেপি নাড্ডা এরাজ্যে দলের প্রচারের জন্য বাড়তি সময় দেবেন বলে জানাগেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর রাজ্য সফরে তিনদিন করে সময় দেবার কথা বলেছেন। অমিত শাহের মুখে এইকথা শুনে ইতিমধ্যেই কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বাড়ি দেখা শুরু হয়েছে। রাজ্য বিজেপির অনেক নেতাই মনে করছেন আগে থেকে কেন্দ্রীয় নেতাদের জন্য বাড়ি দেখা প্রয়োজন। বিশেষ করে দলের হেভিওয়েট নেতাদের জন্য। পাশাপাশি পুরভোট মিটলে এরাজ্যে প্রধানমন্ত্রীও প্রতিমাসে একদিন করে সময় দিতে পারেন বলে দলীয় সূত্রের খবর। এপ্রিলের শেষের দিকে দলের প্রচারে প্রধানমন্ত্রী আসতে পারেন বলে দলীয় সূত্রের খবর। তবে, রাজ্য বিজেপির নেতারা প্রকাশ্যে অবশ্য প্রধানমন্ত্রীর আগমন নিয়ে মুখ খুলছেন না। তাঁরা বলছেন, কেন্দ্রীয় নেতারা অনেকেই সময় দেবেন। তাতে প্রধানমন্ত্রীর নাম না থাকার কোনও করান নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *