১ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ বন্ধ টালা ব্রিজ, বিকল্প ট্রাফিক রুট ঘোষণা করল লালবাজার

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৭ জানুয়ারি: টালা ব্রিজ ভাঙা নিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে কেএমডিএ। ১ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে টালা ব্রিজ। তারপর ভাঙা শুরু হবে। সোমবার এক বিশেষ সাংবাদিক বৈঠকে বিকল্প রুট প্ল্যানিং ঘোষণা করে দিল লালবাজার।

এদিন লালবাজার সূত্রে জানানো হয়েছে, ব্যারাকপুর থেকে কলকাতা যাওয়ার ক্ষেত্রে বেলগাছিয়া ব্রিজ এবং কলকাতা থেকে ব্যারাকপুরের দিকে আসার জন্য লকগেট ফ্লাইওভার কে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। উত্তর মুখী বাস এবং মিনিবাস গুলি যতীন্দ্রমোহন অ্যাভিনিউ হয়ে কে ভি ভি অ্যাভিনিউ এসে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাবে। আর বিধান সরণি, আচার্য প্রফুল্ল চন্দ্র রোড থেকে আসা বাস-মিনিবাস গুলি শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বোস অ্যাভিনিউ পেরিয়ে কে ভি ভি অ্যাভিনিউ ধরে লকগেট ফ্লাইওভারের দিকে চলে যাবে। যানবাহনের চাপ হালকা করার জন্য কিছু বাসকে বাগবাজার পথে এগিয়ে দিয়ে গ্যালিফ স্ট্রিট দিয়ে লকগেট ফ্লাইওভার ধরানো হবে। তবে সল্টলেক ভিআইপি রাজারহাট গামী বাস মিনিবাস গুলি বেলগাছিয়া রোড হয়ে বেলগাছিয়া ব্রিজ ধরে চলাচল করবে।

তবে ছোট গাড়ি একই রুটে এসে লকগেট ফ্লাইওভার অথবা কাশীপুর রোড ধরে বিটি রোডে যেতে পারবে। বিধান সরণি এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রোড দিয়ে আসা ছোট গাড়ি গুলি ওই একই রাস্তা ধরতে পারবে। অর্থাৎ উত্তরমুখী গাড়ি চলাচলের জন্য লকগেট ফ্লাইওভারকে সম্পূর্ণ ভাবে ব্যবহার করা হবে।

দক্ষিণ অর্থাৎ শহরতলি থেকে কলকাতায় প্রবেশ করানোর ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। যে বাসগুলি ব্যারাকপুর থেকে কলকাতার দিকে যেতে চাইবে, সেগুলিকে থেকে চিড়িয়ামোড় হয়ে দমদম রোড সেভেন ট্যাঙ্কস নর্দান এভিনিউ হয়ে রাজা মনীন্দ্র রোড, মিল্ক কলোনি বেলগাছিয়া ব্রিজ হয়ে পাঁচ মাথার মোড় যেতে হবে। কিছু বাস-মিনিবাস কে পাইকপাড়া মোড় হয়ে রাজা মনীন্দ্র রোড, মিল্ক কলোনি ধরে বেলগাছিয়া ব্রিজ পেরিয়ে শ্যামবাজার যেতে হতে পারে।

এক্ষেত্রেও ছোট গাড়ির ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। বিটি রোড থেকে আসা দক্ষিণমুখী ছোট গাড়ি গুলি চিড়িয়া মোড় থেকে খগেন চ্যাটার্জি রোড পেরিয়ে কাশীপুর রোড পেরিয়ে সেন্ট্রাল এভিনিউ বা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে যেতে পারবে। আবার একইভাবে ওই গাড়িগুলি আরো এগিয়ে এসে পাইকপাড়া হয়ে রাজা মনীন্দ্র মিল্ক কলোনি হয়ে বেলগাছিয়া ব্রিজ পেরিয়ে শ্যাম বাজারের দিকে যেতে পারবে। অর্থাৎ বিটি রোড থেকে কলকাতার দিকে যেতে বেলগাছিয়া ব্রিজকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। টালা ব্রিজ তৈরি হওয়া পর্যন্ত এই বিকল্প রুট জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *