লকডাউন অমান্য, বালুরঘাটে লাঠি হাতে মিষ্টি ব্যবসায়ীকে পেটালেন জেলাশাসক, ছাড়া হল টোটোর চাকার হাওয়া

আমাদের ভারত, বালুরঘাট, ২৫ মার্চ: লকডাউন অমান্য করায় দোকানের সাটার তুলে পেটানো হল মিষ্টি ব্যবসায়ীকে। কাড়া হল মোটর বাইকের চাবি, ছাড়া হল টোটোর হাওয়া। বালুরঘাটে পুলিশের উপর আস্থা হারিয়ে লাঠি হাতে রাস্তায় নামলো জেলাশাসক নিখিল নির্মল।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ এবং বালুরঘাটের মহকুমা শাসক বিশ্বজিৎ মুখার্জিকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালান জেলা শাসক নিখিল নির্মল। লক ডাউনের প্রশাসনিক নির্দেশিকাকে অমান্য করে চুপিসারে ব্যবসা চালানোয় দোকানের সাটার তুলে পেটানো হল মিষ্টি ব্যবসায়ীকে। শহর জুড়ে একাধিক মোটর বাইকের চাবি কেড়ে নেবার পাশাপাশি রাস্তায় চলতে থাকা বেশকিছু টোটোর চাকার হাওয়া ছেড়ে দেন জেলাশাসকের নেতৃত্বে অভিযান চালানো ওই বিশেষ টিমটি। যার পর মুহুর্তের মধ্যেই শুনশান হয়ে যায় গোটা বালুরঘাট শহর।

সোমবার থেকে চলতে থাকা লকডাউন পরিস্থিতির মধ্যেও সকাল থেকে সন্ধ্যে সাধারণ মানুষের ভিড় ও জটলা পাকিয়ে রাস্তার মোড়ে গল্পগুজবের চিত্র সামনে আসে বালুরঘাটে। বাজার ও দোকানগুলিতে ভিড় করে জিনিসপত্র কেনা, আড্ডা দেওয়ার একাধিক ছবিও সামনে আসে। যার পরেও শহরে কার্যত নিস্ক্রিয় থাকে পুলিশ প্রশাসন বলে অভিযোগ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাষণের পরেই পরিস্থিতি উপলব্ধি করে মাঠে নেমে পড়েন খোদ জেলা শাসক নিখিল নির্মল। বুধবার দুপুর থেকে দুই প্রশাসনিক আধিকারিককে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালান তিনি। নিয়ম অমান্য করা ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা যায় তাকে। অকারণে রাস্তায় ঘোরাফেরা করায় বেশকিছু মোটর বাইকের চাবি কেড়ে নেন প্রশাসনিক আধিকারিকরা। লকডাউন না মানায় বেশকিছু ই’রিক্সার চাকার হাওয়া ছেড়ে দিয়ে তাদের বাড়িতে ঢোকার পরামর্শও দিয়েছেন জেলার ওই শীর্ষ আধিকারিক। এদিন বাজারে গিয়ে এক মিষ্টির দোকান খোলা থাকতে দেখেই চরম ক্ষুব্ধ হন জেলাশাসক। দোকানের সাটার তুলে লাঠি দিয়ে ব্যবসায়ীকে পেটাতেও দেখা যায় অতিরিক্ত জেলাশাসক প্রণব ঘোষকে। এমন সব ঘটনায় একপ্রকার ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা শহর জুড়ে। আর যার পরে স্বল্প সময়ের মধ্যেই রাস্তা ঘাট ফাঁকা করে সকলেই বাড়িতে ঢুকে পড়েন। শুনশান হয়ে যায় বালুরঘাট শহর।

জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন, সরকারি নির্দেশ রয়েছে। সকলকেই লকডাউন অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে পরিস্থতি খতিয়ে দেখতে ঘুরে বেড়িয়েছেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *