Bharat Sevashram Sangha, Mamata, “মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাগলি, ওর মাথা খারাপ,” মুখ্যমন্ত্রীকে পাল্টা দিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি

আমাদের ভারত, ১৯ মে: শনিবার হুগলির গোঘাটে নির্বাচনী সভা থেকে রামকৃষ্ণ মিশন, ইসকন ও ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। ভারত সেবাশ্রমকে রাজনীতির সঙ্গে জড়িয়ে বিজেপির দালাল বলে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাল্টায় দুর্গাপুর ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী আত্মস্থানন্দ মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগলি বলে কটাক্ষ করলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের ক্ষেত্রে তারা কি কোনো পদক্ষেপ করবেন, এর উত্তরে ভারত সেবাশ্রম দুর্গাপুর শাখা সম্পাদক স্বামী আত্মস্থানন্দ মহারাজ জানান, তাদের যে কোনো সিদ্ধান্ত মূল শাখা থেকে নেওয়া হয়। কোনো শাখা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ব্যাখ্যা তিনি করতে চাননি। তবে তিনি মুখ্যমন্ত্রীর কথার প্রেক্ষিতে তাকে পাগলি বলে সম্বোধন করেছেন। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ। তাঁর কথায়, “এখানে রামকৃষ্ণ মিশনকেও জড়ানো হয়েছে। তবে আমরা যা সিদ্ধান্ত নিই সেটা আমাদের মূল শাখা থেকে হয়। কোন ব্রাঞ্চ সিদ্ধান্ত নিতে পারে না। এটাই এখানকার নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কী ব্যাখ্যা করব? উনি আসলে একটা পাগলি। ওনার কথার কোন ঠিক নেই। প্রধানমন্ত্রীকে উল্টোপাল্টা বলেন। একজন মুখ্যমন্ত্রীর যে কথা বলা উচিত, উনি তা বলেন না। এটা মাথা খারাপ ছাড়া আর কী?”

শনিবার মমতা বলেছেন, ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার তালিকায় অনেক দিন ধরে রয়েছে, তবে বহরমপুরে একজন মহারাজ আছেন আমি অনেকদিন ধরে শুনেছি কার্তিক মহারাজ। তিনি ওখানে বলেছেন আমি তৃণমূলের এজেন্টকে বসতে দেব না। যে লোকটা এই ধরণের কথা বলে আমি ওনাকে সাধু বলে মনে করি না। কারণ উনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করেছেন। আমি চিহ্নিত করেছি কে কি করছেন। এবার এই বিতর্কের পাল্টা জবাব আসা শুরু হলো ভারত সেবাশ্রম সংঘের দিক থেকেও বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *