সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ জানুয়ারি: দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস শ্রদ্ধার সাথে পালিত হলো বাঁকুড়াজুড়ে। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবসে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী কৃত্তিবাসানন্দজী, স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী ও বিশিষ্টজনের উপস্থিতিতে পুলিশ লাইন্স বিবেকানন্দ শিশু উদ্যানে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ মতামত ব্যক্ত করেন জেলার মাননীয় পুলিশ সুপার বৈভব তেওয়ারি। বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যেগে আয়োজিত এক অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

কুচকুচিয়ায় সমিতি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্হার সম্পাদক প্রদীপ নাগ, সভাপতি রাজকুমার সুরেখা, সমীর দাস স্বামীজির জীবনী আলোচনা করেন। বিবেকানন্দ পল্লীতে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান, প্রভাতফেরির আয়োজন করা হয়।

