স্বামী বিবেকানন্দ-র জন্মদিন পালন করল দেশের মাটি কল্যাণ মন্দির

আমাদের ভারত, কল্যাণী, ১২ই জানুয়ারি: আজ স্বামী বিবেকানন্দ-এর ১৬২তম জন্মদিবস। স্বামীজীর জন্মদিনের প্রাক্কালে গতকাল ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর পক্ষ থেকে নদিয়া জেলার কল্যাণীর মন্ডৌরিতে একটি ছোটো সভা করা হয়। সেখানে ‘দেশের মাটি’র লোগো দেওয়া পোশাক ও বিস্কুট তুলে দেওয়া হয় শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে।

গতকাল কল্যাণীর পাশাপাশি আজ নদিয়ার বীরনগরের জয়পুর গ্রামেও স্বামী বিবেকানন্দ-এর জন্মদিন পালন করা হয়। গ্রামের বড়ো সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিল এক গুচ্ছ কচিকাঁচা।স্বামী বিবেকানন্দ-এর দেখানো পথে আমাদের চলা উচিত বলে মন্তব্য করেন দেশের মাটির সদস্য মোহন্ত শর্মা।

এদিন শিক্ষার্থীরাও স্বামীজীকে নিয়ে তাদের বক্তব্য রাখেন। প্রণয় মোদক, সীমা খামারিয়া, অন্বেষা মোদক ও আরও অনেকে। স্বামী বিবেকানন্দ-র দেখানো পথে তারা জীবনে চলবে বলে জানালেন। বক্তব্য-এর পাশাপাশি গান ও কবিতা আবৃত্তি করা হয়।

বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দ-এর গুরুত্ব সম্পর্কে দেশের মাটি কল্যাণ মন্দির-এর সদস্য মিলন খামারিয়া বলেন,”আমাদের সবার স্বামী বিবেকানন্দ-এর দেখানো পথে চলা উচিত। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা ও আধ্যাত্মিকতার চর্চা করা উচিত। জীবনের সঠিক দিশা পেতে গেলে বিবেকানন্দকেই আদর্শ করা উচিত আমাদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *