Swachhta Abhiyan, Ghatal, ঘাটালের দন্দিপুর হাইস্কুলে হলো স্বচ্ছতা অভিযান কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: গত ১৫ দিন ধরে চলতে থাকা স্বচ্ছতা পাক্ষিক অভিযানের সমাপ্তি ঘোষণা হল আজ। আজ ঘাটাল ব্লকের দন্দিপুর মন্মথ হাজরা বিদ্যা মন্দিরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী এই পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে বিশেষ উদ্যোগ গ্ৰহণ করা হয়।
মূলত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উদ্যোগে সামিল হয়েছে। এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষিক শিক্ষিকা সহ আশপাশের মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের শিক্ষিকা জানান, আমাদের মূল উদ্দেশ্য আবর্জনা মুক্ত ভারত গড়া। শুধু তাই নয়, মূলত একটি মডেলের মাধ্যমে এই বিষয়টিকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি পরবর্তী প্রজন্মকে এই বিষয়ে সচেতন করা হয়। পরবর্তী সময়ে যাতে এই দূষণ ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা নিজেরাই ছাত্রছাত্রীদের সচেতন করতে পারি ও তাদের এই বিষয়ে আরো সচেতন করতে সক্ষম হ‌ই, এটি তার‌ই প্রয়াস। মূলত দূষণের মাত্রা দিন দিন যে হারে বৃদ্ধি হচ্ছে, তার জন্য সবার প্রথমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে। মূলত নোংরা আবর্জনা মুক্ত স্বচ্ছ পরিবেশ গঠন‌ই আমাদের মূল উদ্দেশ্য।এই উদ্দেশ্যকে সফল করতেই এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *