আমাদের ভারত, ২৮ আগস্ট: বিজেপি-র ডাকা রাজ্যব্যাপী বনধের সমর্থনে নন্দীগ্রামে বিজেপি কার্যকর্তাদের পাশাপাশি হাঁটলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার তিনি প্রাসঙ্গিক ভিডিয়ো-সহ এক্স বার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান চলাকালে শান্তিপূর্ণভাবে মিছিল করা আন্দোলনকারীদের ওপর গ্যাস ও জলকামান চালানো হয়েছে। আরজিকর তদন্তকে লাইনচ্যুত করার এবং জঘন্য অপরাধের অপরাধীদের রক্ষা এবং লাগাতার লাঠি এবং নৃশংস বলপ্রয়োগ, কাঁদানে গ্যাসের ব্যবহার করার জন্য রাজ্যের পৃষ্ঠপোষকতার চেষ্টার বিরুদ্ধে বিজেপি-র এই প্রতিবাদ।”
বিজেপি-র তরফে বুধবার অভিযোগ করা হয়েছে, নন্দীগ্রামের রেয়াপাড়াতে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় পুলিশ। সেখানে পুলিশের কাঁদানে গ্যাসে এবং ব্যাপক লাঠিচালনায় আহত হন কিছু বনধ সমর্থনকারী বিজেপি কর্মী। তাদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।