Suvendu, Suman Dey, High Court, সুমন দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে স্থগিতাদেশকে স্বাগত শুভেন্দুর

আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে স্থগিতাদেশকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সংবাদমাধ্যমের কর্মীদের উপর যে মামলা করা হচ্ছে, তাতে দ্বিতীয় বার কলকাতা হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে পড়ল সরকার ও পুলিশ।

সামাজিক মাধ্যমে বিরোধী দলনেতার পোস্ট, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর পশ্চিমবঙ্গ সরকারের আক্রমণ ভোঁতা হয়ে গেছে। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাই”।

বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, সুমন দে-র বিরুদ্ধে এফআইআরের ভিত্তিতে সন্দেশখালি থানার পুলিশ কোথাও কোনও পদক্ষেপ করতে পারবে না। ৪১(এ) ধারায় নোটিস পাঠিয়ে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে ডেকে পাঠাতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *