আমাদের ভারত, ২৭ মে: “১৫ বছর ধরে সাংসদ। ১৫ বছর ধরে পৌরসভার ক্ষমতায়। ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়।” ভোটের মুখে প্রাকৃতিক দুর্যোগে সমাজসেবী হয়ে ওঠা কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সম্পর্কে এই মন্তব্য করে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার শুভেন্দুবাবু এক্স হ্যান্ডেলে মন্তব্য করলেন, “কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন! ভাব খানা এমন যেন, এই ছ’ মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন!
তা বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন, পয়লা জুন আপনার ভাগ্যে তোলা থাকলো।”