Suvendu, BJP, চুকনগর গণহত্যায় আত্মবলিদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শুভেন্দুর

আমাদের ভারত, ২০ মে: চুকনগর গণহত্যায় আত্মবলিদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “১৯৭১ সালের ২০ মে, খুলনার চুকনগরে পাকিস্তানী হানাদাররা বাংলাদেশের মৌলবাদীদের নিয়ে একযোগে দশ হাজার হিন্দুদের হত্যা করেছিল। পৃথিবীতে একদিনে এতবড় পৈশাচিক গণহত্যা কখনও হয়নি।”

প্রসঙ্গত, চুকনগর গণহত্যা একটি সামরিক গণহত্যা যা পাকিস্তান সেনাবাহিনী রাজাকার -আলবদর বাহিনীর সহায়তায় সংঘটিত করে। চুকনগর ভারতীয় সীমান্তের নিকটবর্তী হওয়ায় স্বাধীনতাযুদ্ধ শুরু হবার পর বিভিন্ন স্থান থেকে লোকজন সীমান্ত অতিক্রমের জন্য এখানে এসে জড়ো হয়। খুলনা ও বাগেরহাট থেকে ভদ্রা নদী পাড়ি দিয়ে প্রায় লক্ষাধিক মানুষ চুকনগরে এসে জড়ো হয়।

২০ মে বেলা ১১টার সময় মিলিটারির দুটি দল একটি ট্রাক ও একটি জিপ গাড়িতে এসে চুকনগর বাজারের উত্তর প্রান্তে “কাউতলা” নামে এক জায়গায় এসে থামে। পাতখোলা বাজার থেকে তারা গুলি চালাতে শুরু করে। পরে চুকনগর বাজারের দিকে এগোয়। বিকেল তিনটে পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা ১৩ হাজার বা তারও বেশি। মৃতদেহগুলো পাক বাহিনী নদীতে ফেলে দেয়। স্থানীয় লোকজন অবশিষ্ট দেহগুলোর অধিকাংশ নদীতে ফেলে দিতে বাধ্য হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *