আমাদের ভারত, ৯ এপ্রিল: প্রতিবাদী শিক্ষক ও শিক্ষা কর্মীদের ওপর পুলিশের লাঠি চালনার ভিডিয়ো-র ছবিসহ ধিক্কার জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার বিকেলে এক্সবার্তায় তিনি লিখেছেন, “নিজেদের দুর্নীতি চাপা দিতে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে, তাদের ওপর লেঠেল বাহিনী পুলিশকে দিয়ে লাঠিপেটা করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যতো অন্যায় অত্যাচার শিক্ষিত- মার্জিত- শিক্ষক শিক্ষিকাদের ওপর। কী অপরাধ তাঁদের? সৎ পথে শিশুদের শিক্ষা প্রদান করা? নিজেদের সাংসারিক জীবন ও সামাজিক সম্মান বিপন্ন হতে বসেছে, তার প্রতিকার খোঁজা?
নিগৃহীত শিক্ষক- শিক্ষিকাদের ওপর এই নির্মম নির্যাতন বাঙালি মানবে না। এর ফল খুব খারাপ হবে।”