আমাদের ভারত, ১৮ সেপ্টেম্বর: “পারিবারিক গণ্ডগোল, জমি নিয়ে বিবাদ, পাড়ার অশান্তি, সূত্রপাত যাই হোক না কেনো, আমাদের রাজ্যে একজন মহিলাকে প্রকাশ্য দিনের আলোয় রাস্তার ওপর কয়েকজন পুরুষ মানুষ বাঁশপেটা করার সাহস পেলো কি করে?”
বুধবার এক্স হ্যান্ডলে এই প্রশ্ন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “না না, ভাববেন না যে এই দৃশ্য আফগানিস্তান, পাকিস্তান অথবা বাংলাদেশের। এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের, গতকাল মালদা জেলার মোথাবাড়িতে এই ঘৃণ্য দৃশ্য ঘটতে দেখা যায়।
কোথায় নারী নিরাপত্তা? সুপ্রিম কোর্টের শুনানির সময় রাজ্যের আইনজীবীর বক্তব্য শুনে তো মনে হয় যে রাজ্য সরকার নারী সুরক্ষার জন্য প্রাণপাত করে দিচ্ছে একেবারে। এই তার নমুনা?
আর একটা বিষয় হলো, এক শ্রেণির ভোটারকে তুষ্ট করতে তোলামূল সরকার প্রশাসনের হাত পা বেঁধে রেখেছে, তাই তালিবানপন্থীদের রমরমা দিনকে দিন বাড়ছে। কিন্ত এটাও যে নারী সুরক্ষার পরিপন্থী তা সরকার জেনে বুঝেও চোখ বন্ধ করে রয়েছে।”