আমাদের ভারত, ১৮ সেপ্টেম্বর: আর জি কর- কাণ্ডের আবেগকে সিনেমার প্রচারে ব্যবহার করায় কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
তিনি লিখেছেন, “যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের। তবু, এই আর জি কর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।”