আমাদের ভারত, ১৪ এপ্রিল: মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত মৌজামপুর ও মির্জাপুরের পরিস্থিতি বিবেচনা করে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য পুলিশ-প্রশাসন ও নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, শনিবার দুপুর থেকে দুষ্কৃতীরা সেখানে ধর্মীয় স্থান ভাঙ্গচুর করছে। এমনকি তারা নিরপরাধ মানুষের বাড়িঘরে আক্রমণ করে নিরবচ্ছিন্ন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ধ্বংসযজ্ঞে সহায়তার জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে।
আমি মুখ্য সচিব শ্রী বি পি গোপালিকা (আইএএস), পশ্চিমবঙ্গের ডিজিপি সঞ্জয় মুখার্জি (আইপিএস), এডিজি আইন ও শৃঙ্খলা মনোজ কুমার ভার্মা (আইপিএস)কে অনুরোধ করছি অবিলম্বে হস্তক্ষেপ করে যত দ্রুত সম্ভব ভাঙ্গচুর বন্ধ করুন।