Mamata, Nababarsha, নববর্ষ ও বাংলার প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ১৪ এপ্রিল: বাংলার প্রতিষ্ঠা দিবসে ‘শুভনন্দন’ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল– পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান” বাংলার প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই শুভনন্দন।

আমাদের সরকারই পয়লা বৈশাখকে বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের “বাংলার মাটি, বাংলার জল” গানকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছে – এজন্য আমি গর্বিত। বাংলার ঐতিহ্যময় সংস্কৃতি ও সৌভ্রাতৃত্বের প্রতীক আজকের এই দিনটি।”

প্রসঙ্গত, গত বছরই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছিলেন, ‘বাংলা দিবস’ নিয়ে বিধানসভায় আনা প্রস্তাবে রাজ্যপাল স্বাক্ষর না করলেও ১ বৈশাখ দিনটিই ‘বাংলা দিবস’ হিসাবে পালন করা হবে।

অন্যদিকে বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। শনিবার বেশি রাতে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “শুভ নববর্ষ ১৪৩১! সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভনন্দন। প্রার্থনা করি, নববৈশাখের নবকিরণে উদ্ভাসিত হোক সকলের জীবন। শান্তি-সম্প্রীতি-মৈত্রী- ভালবাসার বন্ধনে যুক্ত থাকুন বাংলার প্রতিটি মানুষ।”

এর আগে নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা। আধ ঘণ্টারও বেশি সময় কালীঘাটে ছিলেন মুখ্যমন্ত্রী। মন্দিরে তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায় ও কাজরী বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গেই কালীঘাট মন্দিরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া। পুজো দেওয়ার পর নতুন রূপে সেজে ওঠা কালীঘাট মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *