Suvendu Adhikari, BJP Workers, নিহত মিঠুন খামরই- এর পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী, সবরকম সাহায্যের আশ্বাস

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির কর্ণগড়ে ও মোহনপুরের মাঝে একটি কালভার্টের পাশে গতকাল সকালে এক বিজেপি সমর্থকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম মিঠুন খামরাই (৩৫) বলে জানা গিয়েছে। তার বাড়ি কর্ণগড় এলাকায়।

গতকাল এই মৃত্যুর ঘটনা নিয়ে মৃতের বাবা রাম খামরই থানাতে একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল দুষ্কৃতিরাই এই কাজ করেছে। আজ মৃত মিঠুন খামরই- এর বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরিবারের সাথে তিনি কথা বলেন তিনি। পরিবারের হাতে নগদ দু’ লক্ষ টাকা তুলে দেন। পাশাপাশি এই ঘটনা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি পরিবারের সাথে কথা বলার সময় তিনি তাদের আশ্বস্ত করে বলেন, দু’ সপ্তাহ দেখুন, যদি বিচার না মেলে তাহলে আদালতে যাওয়ার প্রস্তুতি নিন, আমরা আপনাদের সব রকম সাহায্য করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *