Suvendu, BJP, বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা শুভেন্দুর

আমাদের ভারত, ১৫ এপ্রিল: মঙ্গলবার তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর মঙ্গল শোভাযাত্রায় হাঁটেন। বলেন, “শুধু নিজের হাল ফেরানোর কথা বলবো না, রাজ্যের হাল ফেরাতে আহ্বান করব’- নববর্ষ থুড়ি হালখাতার দিনে বার্তা শুভেন্দু অধিকারীর।”

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় মুর্শিদাবাদ থেকে শুরু করে ভাঙড়, রাজ্যের ইতিউতি যে অশান্তির খবর সামনে এসেছে, তা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়। এই আবহে নববর্ষের দিন রাজ্যের হাল ফেরানোর আর্জি জানালেন বিরোধী দলনেতা।

জনসাধারণের উদ্দেশে তিনি এদিন বলেন, “নিজের হাল ফেরানোর কথা তো বটেই বেহাল রাজ্যের হাল ফেরানোর কথা বলব। সবাইকে বলব, হালখাতা করুন, সঙ্গে রাজ্যের হাল ফেরানোর খাতাতেও মায়ের কাছে, দেবীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *