কলকাতায় বনধে মিশ্র প্রতিক্রিয়া, সফল করতে সকালে রাস্তায় নামেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সুজন চক্রবর্তী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ নভেম্বর:
কলকাতায় সকাল বেলা থেকেই কৃষক ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া। কৃষক বনধ্কে সফল করতে মঙ্গলবার সাতসকালে যাদবপুরে রাস্তায় নামেন সিপিএম কর্মী-সমর্থকরা। যাদবপুরের এইটবি বাসষ্ট্যান্ড ঘুরে বাম কর্মী সমর্থকরা যাদবপুর ষ্টেশনে উপস্থিত হন। তারপর যাদবপুর ষ্টেশনে রেল অবরোধ করার চেষ্টা করেন সিপিএম সমর্থকরা।

বেলা বাড়তেই অবশ্য সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বনধ সফল করার জন্য রাস্তায় নামেন। কলকাতার বউবাজার থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিলে পা মেলান সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তীরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও বনধে্র সমর্থনে মিছিল করেন। মিছিলের শেষে যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন কলকাতা সহ গোটা রাজ্যে এই বনধ সর্বাত্বক হয়েছে। মানুষ কেন্দ্রীয় সরকারকে লাল কার্ড দেখিয়েছে বলে জানিয়েছেন যাদবপুরে সিপিএম বিধায়ক।

কলকাতাতে বনধে্র মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও বামপন্থী কর্মী-সমর্থকরা কয়েক জায়গায় জোর করে। শ্যামবাজার থেকে ধর্মতলা গামী একটি ট্রামের পথ আটকান বামপন্থী কর্মী-সমর্থকরা। ট্রাম না চালানোর জন্য চালককে বলতে শুরু করেন সিপিএম কর্মী-সমর্থকরা। পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *