বিষধর চন্দ্রবোড়ার কামড় থেকে বেঁচেছেন, সাপটিকে না মেরে বন দফতরের হাতে তুলে দিলেন ক্যানিংয়ের চাষি

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৫ জানুয়ারি: সকালে নিজের বাড়ির বাগানেই চাষের কাজ করছিলেন ক্যানিংয়ের ধর্মতলা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল। সেই সময় কানে হুঁশ হুঁশ শব্দ আসছিল তাঁর। এ শব্দ তাঁর চেনা নয়। তাই কোথা থেকে শব্দ আসছে তা দেখতে বাগানের পাশের ঝোঁপ সরাতেই দেখেন বিশালাকার একটি চন্দ্রবোড়া সাপ। বিশ্বনাথ কাছে যেতেই তাকে দেখে তেড়ে আসতে থাকে সাপটি। কোনওমতে প্রাণ বাঁচিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ান তিনি। কিন্তু এই বিষধর সাপ বাড়িতে থাকলে কোনও দুর্ঘটনা ঘটতেই পারে ভেবে সাপটিকে ধরে বন দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রতিবেশী কয়েকজন যুবককে ডেকে এনে সাপটিকে ধরে ফেলেন বিশ্বনাথ। এবার বস্তায় বন্দি করে সেটিকে নিয়ে সটান হাজির হয়ে যান ক্যানিং থানায়। ক্যানিং থানার আইসি আতিবুর রহমান বিষয়টি জানতে পেরে বন দফতরকে খবর দিলে, বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। সাপটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরই তাকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *