আমাদের ভারত, ১৪ নভেম্বর:
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০১৪ এর টেটের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বেশ কিছু গরমিলের অভিযোগে উঠেছে। কিন্তু তার সাথে অবাক করার মতো বিষয় যে ওই তালিকা পর্যবেক্ষণের পরে দেখা গেছে সে তালিকায় নাম রয়েছে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর নাম।
সূত্রের খবর বিষয়টি নজরে আসতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। সদ্য প্রকাশিত তালিকায় দেখা গেছে ১০০ তে ১০০ পেয়ে প্রথম স্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী। ৯৯ পেয়ে দ্বিতীয় স্থানের সুজন চক্রবর্তী। ৯৮ পে তৃতীয় স্থানে রয়েছেন দিলীপ ঘোষ। বিষয়টি ঠিক কি তা জানতে তদন্তের দাবিও করা হবে বলে জানা যাচ্ছে।
আদপেও এই তিনটি নামে কোনও পরীক্ষার্থী রয়েছে কিনা কিংবা বিষয়টি কাল্পনিক কিনা বা ইচ্ছাকৃতভাবেই রাজ্যের বিরোধী দলের নেতাদের নাম ওই তালিকায় তোলা হয়েছে কিনা তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, বলে জানাগেছে। স্বভাবতই এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।