আমাদের ভারত,১২ ডিসেম্বর:অযোধ্যা মামলার রায়ের পুনর্বিবেচনার সবকটি আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। গত ৯ নভেম্বর বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই রায়ের পুনর্বিবেচনার সুপ্রিম কোর্টে দাখিল হয়েছিল ১৭ টি আর্জি। অন্যদিকে হিন্দু মহাসভা মসজিদ নির্মাণের জন্য জমি অযোধ্যার বাইরে দেওয়ার আবেদন জানিয়েছিল। আজ সব আর্জি গুলি একসাথে শুনানি করতে রাজি হয় আদালত।
সবকটি আর্জিকে একত্রিত করে বন্ধ ঘরে শুনানি চলে বিচারপতি এস এই বোধের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে। মুসলিম পক্ষ জানায় তারা শান্তি তারা ভঙ্গ করতে চায় না। তবে উপযুক্ত বিচার শান্তি প্রতিষ্ঠায় অনুকূল ভূমিকা পালন করে। তাই তারা বিচারের আশায় আবেদন জানিয়েছেন।
৯ নভেম্বর বির্তকিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে কেন্দ্রকে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যায় অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ১০৪৫ পাতার রায়ে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাবরি মসজিদের তলায় পাওয়া গেছে ঐতিহাসিক কাঠামো। কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠন করে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
এরপর হিন্দু ও মুসলিম উভয়পক্ষই মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন করে শীর্ষ আদালতে। হিন্দু মহাসভা দাবি করেছিল অযোধ্যার বাইরে মুসলিমদের পাঁচ একর জমি দেওয়ার ব্যবস্থা করুক সুপ্রিম কোর্ট। এদিকে মুসলিম পক্ষের দাবি ছিল অযোধ্যায় বেআইনিভাবে ভাঙ্গা হয়েছে বাবরি মসজিদ সেই জমিতে মন্দির নির্মাণের রায় সম্পূর্ণ অবৈধ।