উত্তর দিনাজপুর জেলার মান বাঁচাল রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র সুনৃত সিংহ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৫ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার মধ্য শিক্ষা পর্ষদ ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। কোভিড ১৯ অতিমারির জেরে এবার নির্ধারিত সময়ের থেকে অনেক দেরী করে ফলাফল প্রকাশ হল। পরীক্ষা শেষের ১৩৯ দিন পর ফলাফল প্রকাশ হল।

মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত মেধা তালিকা সূত্রে জানা গেছে, মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুনৃত সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭। ষষ্ঠ স্থান অধিকার করেছে ১২ জন। মেধা তালিকায় ৮৪জন পড়ুয়া স্থান পেয়েছে।

করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুনৃত সিংহ নম্বর ৬৮৭ পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে। ছেলের সাফল্যে গর্বিত বাবা মা। মা পুস্প দেবী জানিয়েছেন, ছোটবেলা থেকে সুনৃত নিজের দায়িত্বে পড়াশুনা করে। প্রতিদিনের টাস্ক প্রতিদিন করে রাখত। তার পড়াশুনার জন্য খুব বেশী চাপ দিতে হত না। ছেলে ভাল ফল করবে এটা আগে থেকেই ভেবেছিলেন।ছেলের সাফল্যে খুশী হয়েছেন

সুনৃত আগামীতে ইঞ্জিয়ারিং নিয়ে পড়াশুনা করতে চায়।জেলায় একমাত্র কৃতিছাত্র সুনৃত রায়গঞ্জ পৌরসভার বীরনগরের বাসিন্দা। খবর পেয়েই তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে হাজির হন পৌরপতি সন্দীপ বিশ্বাস। তার হাতে পুস্পস্তবক এবং মিষ্টি তুলে দেন। জেলায় একমাত্র ছাত্র তার ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় গর্বিত পৌরপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *