এক সাধারণ কর্মীর মনের কথা শুনে জীবনে এগোনোর উৎসাহ দিলেন গুগলের সিইও সুন্দর পিচাই

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের দৌলতে পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে কথা হয়ে যায় নিতান্ত সাধারণ মানুষের। ঠিক যেন অভিজ্ঞতা হল সামান্য এক বেসরকারি কর্মী রমেশ মান্নার। রমেশবাবুর পাঠানো বন্ধুত্বের অনুরোধ শুধু গ্রহণ করাই নয়, মনের কথা শুনে জীবনে এগোনোর পরামর্শ দিলেন স্বয়ং গুগলের সিইও ভারতীয় বংশোদ্ভুত সুন্দর পিচাই। নিজের আইকনের কাছ থেকে এরকম পরামর্শ পেয়ে অভিভূত রমেশ।

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি সংস্থায় অ্যাড মার্কেটিংয়ের কাজ করেন রমেশ মান্না। মাদ্রাজ আইআইটি থেকে সুন্দর পিচাইয়ের গুগলের সিইও পদে পৌঁছে যাওয়ার জীবনের লড়াইয়ের বিষয়টি যথেষ্ট আকর্ষণ করেছিল তাঁকে। তাই একদিন লিংকডিন প্রোফাইল থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে রেখেছিলেন গুগলের সিইও সুন্দর পিচাইকে।

৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টা নাগাদ রমেশ অফিস থেকে বাড়ি ফেরার সময়ে আচমকাই দেখেন, তার পাঠানো বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করেছেন সুন্দর। রীতিমত শিহরিত হয়ে ওঠেন তিনি। ওই প্রোফাইলেই তিনি বলেন, “অ্যাডমিডিয়া মার্কেটিং এ ১৩ বছর ধরে কাজ করছেন। ডিজিটাল মিডিয়া মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে চান এবং ডিজিটাল মিডিয়া মার্কেটিংয়ের ভবিষ্যৎ কি রয়েছে সে বিষয়ে জানতে চান”। তারপর এ বিষয়ে গুগল সিও সুন্দর পিচাই তাকে পরামর্শ দেন।

এর জবাবে সুন্দর পিচাই তাকে আধঘণ্টার মধ্যেই উত্তর দেন। তিনি বলেন, ‘তোমার মন যেটা চায় সেটা তুমি করো। এমন জিনিস করো, যেটা তোমার ভালো লাগে। সবাইয়ের সাফল্যের পাশাপাশি নিজের সাফল্যের দিকে মনোযোগ দাও।’ এছাড়াও তিনি পরামর্শ দেন, কোথাও পয়সা দিয়ে ডিজিটাল মিডিয়া মার্কেটিং না শিখে গুগলের মাধ্যমে পড়াশোনা করে এটা শিখে নেওয়ার জন্য। এতে রমেশ অনেক বিস্তারিত ভাবে বুঝতে পারবেন, শিখতে পারবেন। সুন্দর পিচাইয়ের এই পরামর্শ তিনি সারাজীবন মেনে চলবেন বলে জানিয়েছেন রমেশ বাবু। আর এটাই যেন সবচেয়ে বড় উদাহরণ, সাধারণ থেকেও হয়ে ওঠা যায় অসাধারণ। আর সাফল্যের শীর্ষে থেকেও থাকা যায় সাধারণ। সুন্দর পিচাই পারলে একজন সাধারণ মানুষের পক্ষেও ইচ্ছাশক্তি থাকলে কিছুই অসম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *